

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—কুশিউড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৬) এবং রাজমিস্ত্রি আব্দুল কাদিরের ছেলে মোঃ রাহিম (৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর একসাথে মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত দুই পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

