

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর মনকিচর মহল্লাপাড়া এলাকায় আফ্রিকা প্রবাসী আব্দু ছবুরের বাড়ি নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় দুস্কৃতিকারীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী আব্দু ছবুর বাঁশখালী আদালতে গত বৃহস্পতিবার জ্ঞাত-অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগে জানা যায়, মনকিচরের মৃত আহমদুর রহমানের ছেলে আফ্রিকা প্রবাসী আব্দু ছবুর দীর্ঘদিন প্রবাসে থেকে অর্জিত অর্থে সম্প্রতি ৮ শতক জায়গা ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণের উদ্যোগ নেন। এসময় স্থানীয় জিয়াউল হক ও সৈয়দুল হকের নেতৃত্বে একদল দুস্কৃতিকারী তার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে হত্যা ও নির্মিত স্থাপনা ভেঙে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।
আব্দু ছবুর বলেন, 'আমিসহ আমার ভাইরা প্রবাসে থেকে কষ্টার্জিত অর্থে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছি। কিন্তু কিছু দুস্কৃতিকারী চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।'
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর, নেজাম উদ্দিন, আব্দুল করিম, জাকের আহমদ ও হাছান আহমদ জানান, এলাকাজুড়ে চাঁদাবাজদের দৌরাত্ম বেড়ে গেছে। ছোটখাটো স্থাপনা নির্মাণ করতেও এখন চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে হামলা-মামলার ভয় দেখানো হয়।
ভুক্তভোগী আব্দু ছবুর বিষয়টি বাঁশখালী থানা পুলিশকেও অবহিত করেছেন বলে জানিয়েছেন।

