ঢাকা
২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৭
logo
প্রকাশিত : নভেম্বর ১, ২০২৫

মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে  উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশিদ। উপজেলা বণিক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা সেলিনা বেগম, উপজেলা সমবায় অফিসার (অব.) আব্দুল হাকিম, উপজেলা সমবায় অফিসের সরকারি পরিদর্শক শফিকুল ইসলাম, উজ্জ্বল কুমার কবিরাজ, মান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদুল তুহিন, সহ-সভাপতি আপেল মাহমুদ, নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভের ম্যানেজার বেদারুল ইসলাম, জোতবাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম বাদশা, জোতবাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আনসার আলী, উপজেলা বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সতিহাট কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা অপরিসীম। সমাজের প্রতিটি স্তরে ঐক্য, সহযোগিতা ও সুশাসনের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। শেষে অতিথিবৃন্দ সকলে মিলিতভাবে সমবায় আন্দোলনকে আরও এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram