

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক দম্পতি দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ঘটনাস্থলেই স্বামী মনিরুল ইসলাম (৩০) নিহত হয়েছেন এবং স্ত্রী মামুনি বেগম (২৪) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার সোনাপাহাড় ফেবো ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। এই দম্পতি চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি গার্মেন্টসে চাকুরি করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়লে এসময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী নিহত হন। গুরুতর আহত স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থাও আশঙ্কাজনক।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন। লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। তবে কি গাড়ি তাদের চাপা দেয় সেটি নিশ্চিত হওয়া যায়নি।’

