ঢাকা
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ভোর ৫:১৪
logo
প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৫

মানুষের অধিকার ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী পাশে থাকবে: বাহলুল

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি কুমিল্লা: দেশের মানুষ আজ ন্যায়বিচার, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য অপেক্ষায় আছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী গণমানুষের পাশে আছে এবং থাকবে বলেছেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুল ৷

শুক্রবার (১০ অক্টোবর) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড বাশরা সরকার বাড়ি বালুর মাঠে এক জনসভায় প্রধান অতিথির ব্যক্তব্যে এসব কথা বলেন ৷

এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুল বলেন, “দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে জামায়াতে ইসলামী মাঠে কাজ করছে। জনগণের ভোটে সুযোগ পেলে ন্যায়, ইনসাফ ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুস সাত্তার চৌধুরীর সভাপতিত্বে এবং কামাল হোসেন ফকির ও বিল্লাল হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কাওছার আলম, কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন মোল্লা ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শিমুল হাজারী।

জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram