ঢাকা
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ভোর ৫:০১
logo
প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৫

আওয়ামী লীগ করলেই তাকে বিচার করা যাবে না: বিএনপি নেতা শিপন

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা বিএনপি নেতা মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, যদি কেউ আওয়ামী লীগ, জাতীয় পার্টি করে এলাকায় সাধারণ মানুষের ক্ষতি স্বাধন করে থাকে তার বিচার প্রচলতি আইনে রাষ্ট্র করবে। বিএনপির দলীয় নেতাকর্মীরা আইন হাতে তুলে নিয়ে কারও বিচার করবে না। সালিশ, বিচার, দখলদারিত্ব দলীয় নির্দেশনায় সম্পূর্ণ নিষিদ্ধ।

শুক্রবার জুমার নামাজ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারেরর ৩১ দফা লিফলেট বিতরণ শেষে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে মতবিনিময়কালে কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, দেশ এখন নির্বাচনমুখী। সকল মানুষের ঐক্যে ও সম্প্রতির মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। দলীয় মনোনয়নের ক্ষেত্রে বাগেরহাটের ৪টি আসনই অমিমাংসীত। বিগত দিনে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে ছিলাম, ধানের শীষে বিজয়ের জন্য এখনও সাধারণ মানুষের সাথে আছি।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, প্রভাষক রাসেল আল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে কলেজ শিক্ষক নাসরিন আক্তারের পিতা আব্দুর রব ফরাজীর নামাজে জানাজায় অংশ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram