হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি, কুমিল্লা: দাউদকান্দি উপজেলার পূর্ব হাউসদি গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আল-আমিন (২৮) নামের এক যুবককে প্রকাশ্যে মারধর করে হত্যা করা হয়েছে। নিহত যুবক একই গ্রামের বারেক বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিহত যুবক স্থানীয়ভাবে পরিচিত এক চিহ্নিত মাদক কারবারি ডালিম-এর বিরুদ্ধে মাদক বিক্রির প্রতিবাদ করেন। এ ঘটনার জেরে ডালিমসহ কয়েকজন রাস্তায় একা পেয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করে গুরুতর আহত করেন। পরে স্থানীয় রুবেল নামে এক যুবক আহত ব্যক্তিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনার পর আজ সন্ধ্যায় সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী সহকারী পরিদর্শক (এসআই) মো. রেজাউল বলেন, “প্রাথমিক সনাক্তে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে এটি একটি হত্যাকাণ্ড। সুরতহাল রিপোর্ট তৈরী হচ্ছে, ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম বলেন, “ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”