মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ভিমরুলের কামড়ে আবুল কাশেম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আবুল কাশেম উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর মন্ডলপাড়া গ্রামের মৃত খতিব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকা থেকে আবুল কাশেম, আব্দুল কুদ্দুস, আল-আমিন ও ওবায়দুল হক একসঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় রাস্তার পাশের একটি গাছে থাকা ভিমরুলের চাকে পাখি আক্রমণ করলে হুল ফোটাতে শুরু করে ভিমরুলের ঝাঁক।
সহযাত্রী তিনজন ৮-১০টি করে কামড় খেলেও দুর্ভাগ্যবশত আবুল কাশেমের শরীরে প্রায় ১০০ থেকে ১৫০টি ভিমরুল হুল ফোটায়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আবুল কাশেমকে নীলফামারী সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবশেষে বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ভিমরুলের কামড়ে একজন মানুষের মৃত্যু — এটা সত্যিই হৃদয়বিদারক।”
ঘটনাটিতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।