হাসান মাহমুদ, হাতীবান্ধা, লালমনিরহাট: জাতীয় নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দেয়া হবে বলেছেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সন্ধ্যার আগে লালমনিরহাটের হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির আয়োজিত "জাগো বাহে তিস্তা বাঁচাই" গণসমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে হাতীবান্ধা হ্যালিপ্যাড মাঠ থেকে একটি গণ মিছিল বের হয়।
সবাবেশে তিনি আরও বলেন, নির্বাচনের আগে নভেম্বরেই তিস্তার কাজ শুরু করতে হবে, নতুবা আমরা রংপুর অচল করে দিব। নভেম্বরে যদি কাজ শুরু না হয়, তাহলে নির্বাচনের পর আমরা যদি ক্ষমতায় আসি তাহলে সর্বপ্রথম তিস্তার কাজ শুরু করব। আগামী ১৬ অক্টোবর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করা হবে।
আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।