ঢাকা
৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৫১
logo
প্রকাশিত : অক্টোবর ৯, ২০২৫

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৩টায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।

জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জয়পুরহাট জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. মামুনুর রশিদ ও জামায়াত মনোনীত জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, এফডিইবির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও আইডিইবির যুগ্ম সদস্য সচিব ইঞ্জি: মোঃ আব্দুল বাতেন, কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, কালাই বিএম কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, তালিমুল ইসলাম একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ বি এম ছিদ্দিকুল্লাহ, পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রবিউল ইসলামসহ অন্যান্য পেশার নেতৃবৃন্দ।

গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি অধ্যাপক আব্দুর রহিম বলেন, মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম কেয়ারটেকার সরকারের ফরমুলা দিয়েছিল তা পরবর্তীতে কার্যকর হয় এবং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছিল। কিন্ত বিগত আওয়ামী সরকার ষড়যন্ত্র করে কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে জনগণের এ মৌলিক অধিকার হরণ করে। আবার নতুন করে মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যই আন্দোলন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এটা এখন কার্যকর করার জন্য জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তৎপরতা চালাচ্ছে।

৫ দফা দাবিসমূহ তুলে ধরে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিতে চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

বৈঠকে বক্তারা আরো বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনি ব্যবস্থার এমন একটি পদ্ধতি; যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত, গোপন ও মিশ্র তিনটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। নির্বাচনের এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি যদি চালু হয় তাহলে দুর্নীতি, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি, নমিনেশন বাণিজ্য বন্ধ হবে এবং সুশাসন নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ পদ্ধতিতে একটি নির্বাচনে দেওয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে। সব ভোটারদের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব। কিছু রাজনৈতিক দল সারা দেশে গড়ে ১০ থেকে ১৫ শতাংশ ভোট পেলেও সংসদে তাদের কোন প্রতিনিধিত্ব থাকে না আসনভিত্তিক একক সংখ্যাগরিষ্ঠতা না হওয়ার কারণে। পিআর পদ্ধতিতে ভোট হলে সে সব দলের সংসদে প্রতিনিধিত্ব থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram