

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নাবালিকাকে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করায় বরকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, উপজেলার তুমলিয়া ইউনিয়নের ইছাপুরা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র কামরুল হাসান কাকন (২৪) নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের গিয়াস উদ্দিনের নাবালিকা কন্যা ইতি আক্তারকে নরসিংদী নোটারী পাবলিকের মাধ্যমে গত ৭ অক্টোবর বিয়ে করে সংসার করতে থাকে। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইনে বর কামরুল হাসান কাকনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রসিকিউটর শাহানাজ পারভীন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশের একটি টীম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

