ঢাকা
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৫
logo
প্রকাশিত : অক্টোবর ৬, ২০২৫

যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

যশোরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে সাজ্জাদ হোসেন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেলে শহরের শাহ আব্দুল করীম সড়কের রূপকথা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ ডেভেলপার প্রতিষ্ঠান ‘একসেনচিউর নীলাচল টাওয়ার’ নামের একটি ভবনে শ্রমিকের কাজ করতেন। তিনি যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়ি গ্রামের আজগর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুরক্ষা সামগ্রী ছাড়ায় ভবনটিতে কাজ করছিলেন সাজ্জাদ। দুর্ঘটনার সময় তিনি ক্রেন দিয়ে ভবনের ১০ তলায় বালু তোলা এবং ময়লা নামানোর কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক তারের সাথে ক্রেনের স্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে তিনি নিচে পরে যান। ঘটনার সময় তার মাথায় হেলমেট বা নিরাপত্তা বেল্ট ছিল না। ফলে নিচে পরার সাথে সাথেই তিনি মারা যান।

সাজ্জাদের ছোট ভাই নয়ন হোসেন বলেন, সুরক্ষা পোশাক ছাড়াই ১০ তলার উপর কাজ করছিলেন সাজ্জাদ। মালিকপক্ষ নিরাপত্তা বেল্ট ছাড়া আর কোন সামগ্রী দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

সম্রাট হোসেন নামে স্থানীয় এক দোকানদার বলেন, দীর্ঘদিন ধরে ভবন নির্মাণের কাজ চলছে। এখন কাজ শেষের পথে। কিন্তু আমরা কখনোই শ্রমিকদের নিরাপত্তা পোশাক পড়তে দেখিনি।

নির্মাণাধীন নীলাচল টাওয়ারের ম্যানেজার মাহবুব হাসান বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা নিহত শ্রমিকের পরিবারকে সাধ্যমতো সহযোগিতা করব। শ্রমিকদের নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা রয়েছে। কোন শ্রমিক যদি তা ব্যবহার না করে, সে বিষয়ে আমাদের কিছু বলার নাই।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram