ঢাকা
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:৩৬
logo
প্রকাশিত : জুলাই ২৯, ২০২৫

কুমিল্লায় ব্যবসায়ী টিপু হত্যা: দুইজনের যাবজ্জীবন ও ৬ জনের ১০ বছর কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী মোঃ ইউছুপ ভূঁঞা টিপু (২৮) হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও ছয় আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন, ফেনী জেলার সোনাগাজী উপজেলার মেহেদী হাসান ও শহীদুল ইসলাম। ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন মোঃ জসিম উদ্দিন, মোঃ জামাল হোসেন মানিক, মোঃ একরামুল হক মিলন, ইব্রাহিম ওরফে বড় মিয়া, মোঃ আলাউদ্দিন ও মোঃ শাহাবুদ্দিন।

এছাড়া, প্রতিজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সকল দণ্ডপ্রাপ্তই বর্তমানে পলাতক।

মামলার বিবরণ থেকে জানা যায়, বিগত ২০০৯ সালের ১৬ মে রাতে ভিকটিম টিপু ঘরের বাইরে বের হলে ওৎপেতে থাকা ডাকাতদল তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর টিপুর পিতা মোহাম্মদ আলী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে।

মামলায় ৪ জন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১১ সালে অভিযোগপত্র জমা পড়ে এবং ২০১৩ সালে অভিযোগ গঠনের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করা হয়।

মামলার মোট ১৭ আসামির মধ্যে ইব্রাহিম, তাজু ও আবদুল রাজ্জাক বিচার চলাকালেই মারা যান। অপর ৬ আসামি প্রমাণের অভাবে খালাস পেয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ ইফতেখার হোসেন, মোঃ ইকরাম হোসেন ও জালাল উদ্দীন আহমেদ টিপু।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram