ঢাকা
২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:৩১
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৫

জিপিএ-৫ না পেয়ে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে জিপিএ-৫ না পাওয়ায় তানহা আক্তার নামে এসএসসি পরিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে জেলার শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায় নিজ বাসার ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থী তানহা মুনতাজ প্রভা (১৬) নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনতাজ উদ্দিনের ছোট মেয়ে। সে সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে ৪.৯৪ রেজাল্ট করেছে।

জানা গেছে, মুনতাজ উদ্দিনের দ্বিতীয় মেয়ে তানহা এ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪ দশমিক ৯৪ পেয়ে উত্তীর্ণ হয়। তানহা বিদ্যালয়ে ক্লাস পরীক্ষায় প্রতিবছর প্রথম স্থান অর্জন করে আসছিল। ১০ জুলাই প্রকাশিত ফলাফলে এবার বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ-৫ পায়। কিন্তু তানহা তার কাঙ্ক্ষিত ফল না পেয়ে মনকষ্টে ভুগছিল।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন বলেন, নিহত তানহাসহ ওরা ৬ জন সহপাঠী একসাথে মিশতো। তানহা বাদে প্রত্যেকেই এ প্লাস পেয়েছে। এই ক্ষোভ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

তানহার পরিবার জানায়, ফল প্রকাশের আগে তানহা ঢাকায় তার বোনের বাসায় ছিল। ফল প্রকাশের পরদিন তার বাবা তানহাকে বাড়িতে নিয়ে আসে। জিপিএ-৫ না পাওয়ায় তানহা হতাশাগ্রস্থ ছিল।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি স্বাভাবিক একটি আত্মহত্যার ঘটনা। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram