ঢাকা
২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫১
logo
প্রকাশিত : অক্টোবর ২৪, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র দু’পক্ষের সংঘর্ষে আপন দুই ভাই নিহত; আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আপন দুই ভাই আলম ও মিলন হত্যাসহ ১৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগি পরিবার।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার ফুলবাড়ি মোড়ে ভুক্তভোগি পরিবারের ব্যানারে এলাকার শত শত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন,  কাফি, জুলেখা খাতুন, নূরেশা, কাহার আলী, মামুন আলী, নিহত আলম ও মিলনের ভাই আহত আমিরুল ইসলাম ও শরিফ প্রমূখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ওই ঘটনায় মামলার ১০দিন পার হলেও পুলিশ মাত্র ৫ জনকে গ্রেফতার করেছে। তারা অবিলম্বে মামলার সকল আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

এদিকে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থক সেলিমের সাথে অপর বিএনপি নেতা এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের সমর্থক মিজানের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত ১৪ অক্টোবর উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ ১৪ জন আহত হন।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ অক্টোবর সন্ধ্যায় মিলন আলী ও আলম মারা যায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram