বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদা না পেয়ে উপজেলা ইডিসি ভবন নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর ও নির্মাণ কাজ বন্ধের অভিযোগ উঠেছে বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুফিজুর রহমান (৫৫) ও পৌরসভাধীন আব্দুল মান্নান (২৭) এর বিরুদ্ধে। পরে টিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আল আরিফ এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপক মহিব্বুল্লাহ (৫২) বাদী হয়ে অভিযুক্ত মুফিজুর রহমান ও আব্দুল মান্নানের বিরোদ্ধে বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করেন।
গত বুধবার সকালে বাঁশখালী উপজেলা পরিষদের নির্মাণাধীন ইডিসি ভবনের ৬ষ্ঠ তলার ছাদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, 'প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে বাঁশখালী উপজেলা পরিষদের ইডিসি ভবনের ৬ষ্ঠ তলার ভবন নির্মাণকাজ চলছে। দরপত্রের মধ্যে ২০২৪ অর্থবছরের শুরুতে মেসার্স আল আরিফ এন্টারপ্রাইজ কাজটি পায়।'
মেসার্স আল আরিফ এন্টারপ্রাইজ এর ব্যাবস্থাপক মহিব্বুল্লাহ বলেন, ' বিগত ২০২৪ সালের শুরু থেকে উপজেলা পরিষদের ইডিসি ভবনের নির্মাণ কাজ পরিচালনা করে আসছি। ভবনের নির্মাণ কাজ শুরু করার পর থেকে অভিযুক্তরা আমার কাছ থেকে জোরপূর্বক ১৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। গত বুধবার সকালে আমি কাজ পরিদর্শনে গেলে তারা চাঁদা না পেয়ে ১৫/২০ জনের সংঘবদ্ধ টিম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়। পরে কাজ বন্ধ করার কারণ জানতে চাইলে ক্ষীপ্ত আমাকে মারধর ও জখম করে।'
তিনি অভিযোগ করে আরও বলেন, 'অভিযুক্ত আসামী মুফিজুর রহমান ও আব্দুল মান্নান আমার মাথায় দেশীয় বন্ধুকের নল ঠেকিয়ে তিনটি ননজুডিশিয়াল স্টাম্প বের করে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে। এ সময় আসামীরা আমার শফিং ব্যাগে থাকা নগদ ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আমার শোর চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়। এ সময় চাঁদা না দিয়ে নির্মাণ কাজ পরিচালনা করলে প্রানে মেরে ফেলা ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকী প্রদান করেন।'
অভিযুক্ত মুফিজুর রহমান বলেন, 'টিকাদার মুহিব্বুল্লার অধীনে শফিউল্লাহ নামক এক মেস্ত্রী কাজ করতো। গত ঈদের ছুটি শেষে পুনরায় কাজ করতে আসলে তাকে আর কাজে নিচ্ছেন না এবং তার পাওনা বকেয়া মজুরি না দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে মহিব্বুল্লার সাথে কথা কাটাকাটি হয়। চাঁদা দাবী, খালী স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া ও কাজ বন্ধ করার বিষয়টি সঠিক নয়।'
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'কাজে বাধা ও চাঁদাদাবীর অভিযোগে টিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আল আরিফ এন্টারপ্রাইজ এর পক্ষে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।