গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত একদিনের মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসাসেবা পেয়েছেন ৪২০ জন রোগী।
বুধবার (৭ মে) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করে গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোন (জালিয়াপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন)।
সিন্দুকছড়ি জোন সদরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির এর নেতৃত্বে ক্যাম্পে চিকিৎসাসেবা দেওয়া হয়।
এদিন পাহাড়ি জনগোষ্ঠীর ২৯০ জন ও বাঙালি জনগোষ্ঠীর ১৩০ জনসহ মোট ৪২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এমন আয়োজন পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবার ঘাটতি কিছুটা হলেও পূরণ করছে।’
গুইমারা উপজেলায় এখনো পূর্ণাঙ্গ কোনো সরকারি হাসপাতাল না থাকায় সাধারণ মানুষ চিকিৎসাসেবার জন্য নানাভাবে কষ্ট ভোগ করেন। এ অবস্থায় সেনাবাহিনীর এই ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম তাদের জন্য বড় সহায়তা হিসেবে দেখা দিয়েছে।
সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও তারা এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন এবং পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের পাশে থাকবেন।