সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। এবার এ দিবসের প্রতিপাদ্য ছিল 'শ্রমিক-মালিক এক হয়ে নতুন করে গড়বো দেশ'।
শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দিবসটি উপলক্ষে উল্লাপাড়া উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, সেলুন শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া পৌরশহরে পৃথক ব্যানারে শোক র্যালি ও শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে শ্রমিকেরা নিজস্ব আয়োজনে পৃথকভাবে আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লাপাড়া পৌর শহরের উম্মুক্ত মঞ্চে উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম নুর এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পুলিশের সাবেক ডিআইজি ও বিএনপির পুলিশ সংস্কার কমিশনের সদস্য খাঁন সাঈদ হাসান। আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা মোঃ আমিরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আাছাদুল ইসলাম।
অন্যদিকে সরকারি আকবর আলী কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের আহবায়ক মোঃ মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উল্লাপাড়ার সাবেক এমপি এম আকবর আলী। অনুষ্ঠানে সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন ও সংগঠনের যুগ্ম আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন।
এছাড়াও উপজেলা বিএনপির আয়োজনে নিজস্ব কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি দলীয় নেতা মোঃ শরফুূদ্দিন মঞ্জু। পৌর বিএনপি নেতা শওকাত হোসেন, গোলাম আউলিয়া, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন প্রমুখ। এছাড়াও উপজেলা জামায়াত পৌর শহরের শ্রীকোলা মোড়ে পৃথক সমাবেশের আয়োজন করে।