কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ বোতল কারখানা ও রং তৈরির কারখানাসহ দুই কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।
মঙ্গলবার দুপুরে উপজেলার বড় লতিফপুর ও মুরাদপুর উত্তর পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে ওই কারখানার মালিক নূরুল ইসলাম ও সুহাগ হোসেন। বিষয়টি স্থানীয় প্রশাসন খবর পেয়ে মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কারখানার পরিবেশের ছাড়পত্র, লাইন্সেস ও বোতল মোরগ, অন্যান্য বৈধ কোনো কাগজপত্র না থাকায় ওই দুই কারখানার মালিককে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা।