ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:৪৮
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৫

ধামইরহাটে কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বরেন্দ্র ডিপ টিউবওয়েল এর অবৈধ অপারেটর কর্তৃক কৃষক আতোয়ার রহমানকে কুপিয়ে জখম ও হত্যা চেষ্টার পাশাপাশি বরেন্দ্র প্রকৌশলীর নীরবতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় ধামইরহাট কৃষক বাঁচাও ফোরামের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার নেতাকর্মীরা সমর্থন জানিয়ে কৃষকের পাশে দাঁড়ান।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নায়েবে আমির ও নওগাঁ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, সাবেক চেয়ারম্যান ও কৃষক বাঁচাও ফোরামের আহ্বায়ক মাওলানা মো. আতাউর রহমান, সদস্য সচিব রেজওয়ান, কৃষক আব্দুর রশিদ, ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্য মো. সানোয়ার হোসেন, বেলাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে কৃষকের ভাতিজা বেলাল হোসেন জানান, গত ২৭ এপ্রিল রবিবার সকালে আমার চাচা আতোয়ার রহমান উপজেলার আলমপুর ইউনিয়নের দেউলবাড়ি এলাকায় ৩২ শতাংশ জমিতে পানি সেচ বাবদ পূর্বের চেয়ে চলতি মৌসুমে ৫শত টাকা অতিরিক্ত পরিশোধ করার পরেও জমিতে পানি না পাওয়ায় প্রতিবাদ জানান। এসময় অপারেটর একই এলাকার মৃত আলীমদ্দিনের ছেলে আক্কাস আলী প্রতিবাদ করার কারণে আমার চাচা আতোয়ার রহমানকে বেধড়ক মারধর করেন এবং আমার চাচার এক পা ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় জড়িত অপরাধীদের বিচারের পাশাপাশি বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ বাণিজ্য করে এমন অপারেটর নিয়োগ দেয়ার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram