ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষা বিভাগের সমন্বিত প্রচেষ্টায় পরীক্ষাকেন্দ্রগুলোতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা যায়নি।
আত্রাই উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি এবং আগাম প্রস্তুতির ফলে পরীক্ষার পরিবেশ সম্পূর্ণ নকলমুক্ত রাখা সম্ভব হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন জানান, "পরীক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন।"
তিনি আরও যোগ করেন, "প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কোনো অনিয়মের লক্ষণ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই পরীক্ষার্থীরা যেন কোনো চাপ বা ভয় ছাড়াই তাদের মেধার যথাযথ প্রকাশ করতে পারে।"
এবারের এসএসসি পরীক্ষায় আত্রাই উপজেলার ৫টি কেন্দ্রে মোট ২০১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা, আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ৪৬৮ জন, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র ৫৮৯ জন, আত্রাই উচ্চ বিদ্যালয় কেন্দ্র ৬৬১ জন, আত্রাই কারিগরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ১০০ জন, আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসা কেন্দ্র ১৯৯ জন।
পরীক্ষার এই শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশের জন্য স্থানীয় অভিভাবক ও পরীক্ষার্থীরা প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। একজন অভিভাবক বলেন, "আমরা খুবই খুশি যে আমাদের সন্তানরা কোনো প্রকার অসাধু উপায় ছাড়াই পরীক্ষা দিতে পারছে। এটি তাদের জন্য একটি ন্যায্য ও সুষ্ঠু প্রতিযোগিতার সুযোগ তৈরি করেছে।"
উপজেলা প্রশাসন ছাড়াও জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। পরীক্ষা শুরুর আগে সকল কেন্দ্র পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও, পরীক্ষার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নকলের চেষ্টা রোধে সাইবার পেট্রোল ইউনিটও সক্রিয় রয়েছে।
আত্রাইয়ে এই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলের অবদান প্রশংসনীয়। আশা করা যায়, এই ধারা বজায় রেখে ভবিষ্যতেও নকলমুক্ত ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।