চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করাসহ ছয় দফা দাবি আদায়ে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহানন্দা ব্রীজ ৩ ঘন্টা অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টার সময় চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বান্যারে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহানন্দা ব্রীজের মাঝখানে বাঁশ দিয়ে ৩ ঘন্টা অবরোধ করে রাখে তারা। এসময় ব্রীজের দু’ধারে শত শত বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসকের সাথে ছাত্র নেতৃবৃন্দদের আলোচনা এবং আশ্বাসের প্রেক্ষিতে দুপুর দেড়টার সময় অবরোধ তুলে নেয় ছাত্ররা।
এসময় শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি তুলে ধরেন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে, জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে, ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সবপদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে, কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সব বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।
শিক্ষার্থীরা আরো জানান, ক্রাফট ইনস্ট্রাক্টররা কারিগরি ব্যাকগ্রাউন্ডের না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ল্যাবের সহকারী কর্মচারী। তাঁরা মূলত এসএসসি পাস। তাঁদের ডিপ্লোমার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই নেই। তাঁরা যদি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষক হন, তাহলে ছাত্ররা কতটুকু শিখবেন।