মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে টমটমে থাকা এক কিশোর। গুরুতর আহত হয়েছেন আরো দু'জন।
বুধবার (১৬ এপ্রিল) সকাল আনুমানিক ৮ টা ৩০ মিনিটে ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়িল ওয়াহেদর পাড়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শাহ ফকির বাজার থেকে ঈদগাঁওগামী একটি টমটমকে চকরিয়া থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী মিনি শ্যামলি পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় টমটমের যাত্রী শফি আলম (১৩)। সে ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গজালিয়া বাম বাগান এলাকার মোহাম্মদ নূরের ছেলে। এতে টমটমে থাকা আরো দু'জন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে ঈদগাঁওর একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর চালক বাসসহ দ্রুত পালিয়ে যায়। পুলিশ এখনো বাস ও চালককে শনাক্ত বা আটক করতে পারেনি। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ড সদস্য নাইমুল ইসলাম। তারা দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।