অতুল পাল, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছালাম খোন্দকার (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা-তাঁতেরকাঠি গ্রামে ওই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা পেশায় একজন জেলে। শনিবার বিকেলে শিশুটির পরিবারের সদস্যরা বাড়ির পাশের ক্ষেতে মুগডাল তুলতেছিল এবং ওই শিশুটি বাড়ির পাশের রাস্তায় ছিল। এ সময় লম্পোট ছালাম খোন্দকার শিশুটিকে চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে রাস্তার অদুরে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এক যুবক এগিয়ে গিয়ে ঘটনাটি দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়। পরে স্থানীয়রা মিলে অভিযুক্ত ছালাম খোন্দকারকে আটক করে পুলিশে খবর দেয়। রাত সারে ৮ টার দিকে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছালাম খোন্দকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার মামলা করেছে। আসামি ছালাম খোন্দকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।