ঢাকা
১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৯
logo
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৫

তিতাসে ছাত্রশিবির সভাপতির বাবাকে কুপিয়ে জখম, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. ইব্রাহিম খলিলের পিতা মো. স্বপন মিয়াকে (৫০) দিনেদুপুরে কুপিয়ে জখম করেছে মো. জসিম উদ্দিন নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ৮ টায় উপজেলার কড়িকান্দি বাজারে। এসময় আহত স্বপন মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

অভিযুক্ত জসিম উদ্দিন উপজেলার কড়িকান্দি গ্রামের সফিক মিয়ার ছেলে এবং তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন ভূইয়ার মামাতো ভাই।

এদিকে এ ঘটনার প্রতিবাদে এবং দ্রুত অভিযুক্ত জসিমকে গ্রেফতারের দাবিতে উপজেলার ছাত্রশিবির ও ছাত্র-জনতা বেলা সাড়ে ১১ গৌরীপুর -হোমনা সড়ক অবরোধ করে। এতে গৌরীপুরমুখী ও হোমনামুখী দুপাশে যানজটের সৃষ্টি হলে তিতাস থানা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জসিমসহ আওয়ামী লীগের দোসরদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবে বলে অবরোধকারীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জসিম বিগত পনেরো বছর বীরদর্পে চুরি, মাদকসহ নানা অপকর্মের ঘটনা সংঘটিত করে আসছে। তারই ধারাবাহিকতায় চোর জসিম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম খলিলদের জমির মাটি খুড়ে সেচপাম্পের পাইপ চুরি করার চেষ্টাকালে আহত স্বপন মোল্লা বাধা দিলে এতেই ক্ষিপ্ত হয়ে স্বপন মোল্লার উপর অতর্কিত হামলা করে এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

এ বিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, ঘটনা শোনার পর থেকেই অভিযুক্ত জসিমকে গ্রেফতার করতে আমাদের একাদিক টিম মাঠে কাজ করছে। এছাড়াও ছাত্রশিবির, ছাত্র সমাজ ও স্থানীয়রা গৌরীপুর-হোমনা সড়ক অবরোধ করেছিল, আমরা অবরোধকারীদের আশ্বস্ত করেছি খুব দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করবো। আমাদের কথায় আশ্বস্ত হয়ে তারা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram