আর.কে.বাপ্পা, দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভিলেজ ডক্টর'স ফোরাম (VDF) এর উদ্যোগে হেলথ্ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১০টায় উপজেলার পারুলিয়া বাগানবাড়িতে হেলথ্ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ভিলেজ ডক্টর'স ফোরামের উপজেলা সভাপতি ডাক্তার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী ডাক্তার আলমগীর হোসাইনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান (মেডিসিন বিভাগ) অধ্যাপক ডাক্তার কে এম শহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ভিডিএফ'র খুলনা অঞ্চলের উপদেষ্টা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতের আমীর ও ভিডিএফ'র জেলা শাখার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (সার্জারী) ডাক্তার মুশফিকুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও ভিডিএফ'র জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মাহবুবুল আলম, পেশাজীবি বিভাগের জেলা সভাপতি ও ভিডিএফ'র জেলা শাখার উপদেষ্টা মোস্তফা আসাদুজ্জামান মুকুল ও ভিডিএফ'র জেলা সভাপতি ডাক্তার আফতাব উদ্দীন।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভিডিএফ'র প্রধান উপদেষ্টা মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী ও ভিডিএফ'র উপদেষ্টা এইচ এম ইমদাদুল হক, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভিডিএফ'র প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, আশাশুনি উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভিডিএফ'র প্রধান উপদেষ্টা আবু মূসা মোহাম্মদ তারিক (তুষার), ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন দেবহাটা, কালীগঞ্জ ও আশাশুনির বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাম ডাক্তারগণ।