তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় বিদ্যিুৎপৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত রাজমিস্ত্রী কবির হোসেন (২০) কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার উত্তর কোদালকাঠি মন্ডল পাড়ার নুফাজ্জল মিয়ার ছেলে।
খবর নিয়ে জানা যায়, উপজেলার বাতাকান্দি-মাছিমপুর সড়কের দক্ষিণ আকালিয়া নামক স্থানে ব্রিজ নির্মাণ কাজ করছিল কবির হোসেন। এসময় এক সহকর্মীকে মোটরের বিদ্যুৎ লাইন সংয়োগ দিতে বলে কবির, সহকর্মী বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথেই রাজমিস্ত্রী কবির বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার সময় উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম ঘটনা স্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এবিষয়ে জানতে প্রকৌশলীকে ফোন করলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা বসছি।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, আমরা খবর পেয়ে হাসপাতাল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি, নিহতের পরিবার লোকজন আসলে সিদ্ধান্ত নেওয়া হবে।