মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় তিনজন গুরুতর আহত হয়েছে। সত্যতা নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এম এ নোমান।
শনিবার (২৯ মার্চ) রাত ২টার সময় চকরিয়া উপজেলার বরইতলি বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত ফেরদৌস আহমেদের পুত্র।
আহতরা হলেন, চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার শামশু উদ্দিনের পুত্র মোহাম্মদ ফাহিম ড্রাইভার, সাতকানিয়া এলাকার তোফায়েলের পুত্র হাসান (২২)।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন বলেন, রাত ২টার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রাইভেটকার ও চট্টগ্রাম থেকে ট্রাক কক্সবাজার মুখি চকরিয়ার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় আসলে ট্রাক ও কার মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলে ১জন নিহত ও তিনজন গুরুতর আহত হয়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় কারে থাকা ৩ জন আরোহী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুত্বর আহত তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তিনি আরো বলেন, কার ও ট্রাক পুলিশের জব্দ করেছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। নিহত ব্যবসায়ির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।