ঢাকা
৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:২৯
logo
প্রকাশিত : মার্চ ২৯, ২০২৫

বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার ও আলোচনা সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে অফিসার্স ক্লাবের হলরুমে শুক্রবার ইফতার মাহফিল ও আলোচনা সভা বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থা বাঁশখালী শাখার সভাপতি অ্যাডভোকেট নুরুল আবছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

বাঁশখালী প্রেস ক্লাবের আহ্বায়ক দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভির স্বাগত বক্তব‌্য ও প্রেস ক্লাবের সদস্য সচিব দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মিজান বিন তাহের এর সঞ্চালনায় এ সময় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গির আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ও বাঁশখালী উপজেলা প‌রিষ‌দের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট মোহাম্মদ নাছের, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট মোহাম্মদ দিদারুল আলম, জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাইল হক, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াছিন আমিনী, বন‌বিভা‌গের বিট কর্মকর্তা আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী খালেদুল হক, চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রনেতা মুশফিক আবরার, উপজেলা হেফাজত নেতা মোবারক, ছাত্রনেতা আমিনুল ইসলাম মুকুল, পৌর যুব বিভাগের সভাপতি আবু তৈয়্যব। 

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক দৈনিক ভোরের দর্পণ ও ডেইলি বাংলাদেশ টুডে প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, দৈনিক যুগান্তর ও আজকের পত্রিকা প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তাফহিমুল ইসলাম, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি আফনান চৌধুরী, দৈনিক দেশ বর্তমান প্রতিনিধি প্রকাশ বড়ুয়া, দৈনিক রুপালী বাংলাদেশ প্রতিনিধি আবু ওবাইদা আরফাত, দৈনিক তৃতীয়মাত্রা প্রতিনিধি ছৈয়দুল আলম প্রমুখ।

এ সময় বক্তারা দে‌শের উন্নয়‌নে সকল সংবাদকর্মী‌দের আন্ত‌রিকভা‌বে এগিয়ে আসার আহবান জানান। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram