ঢাকা
৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:০৬
logo
প্রকাশিত : মার্চ ২৯, ২০২৫

মোরেলগঞ্জে জমজমাট ঈদের বাজার

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট): ঈদুল ফিতরকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে গার্মেন্টস ও কাপড়ের দোকানগুলোর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষের কেনাকাটায় শেষ মুর্হুতে উপচে পড়া ভিড়।

এবারে মন কেড়েছে পাকিস্তানি কাওয়ালি করাচি মেয়েদের পোশাক, পাশাপাশি চাহিদা কমতি নেই পাকিস্তানি থ্রিপিচ, ইন্ডিয়ান থ্রিপিচ, সারারা, গারারাসহ বিভিন্ন নামের নানান রঙের পোশাক। গত বছরের চেয়ে প্রতিটি পোশাকে দাম বৃদ্ধি পেয়েছে ১০০ থেকে ১৫০ টাকা, প্রতিদিন সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত দোকানগুলোতে একইভাবে চলছে কেনাবেচা, বাজার মনিটরিং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে রাখা হচ্ছে নজরদারি, মাঠে থাকছে সার্বক্ষনিক স্বেচ্ছাসেবক ও পুলিশের মনিটরিং টিম।

সরেজমিন খোজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬ টি ইউনিয়ন সহ একটি পৌরসভার প্রানকেন্দ্র মোরেলগঞ্জ বাজার, আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে দোকানগুলোতে বাড়ছে কেনাকাটার ভিড়, প্রতিনিয়ত প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে নারী পুরুষেরা দল বেঁধে আসছেন এ শহরে কেনাকাটার জন্য। শুক্রবার সাপ্তাহিক বাজারের দিন কাপুড়িয়া পট্টি সড়কের দুই প্রান্তে প্রায় প্রায় প্রায় শতাধিক কাপড় ও গার্মেন্টস দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপছে পড়া ভিড়। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ফুটপাতের দোকানগুলোতেও কমতি নেই কোনো অংশে।

এবারে শাড়ি কাপড়ের দোকানে বেশি বিক্রয় হচ্ছে দেশি প্রিন্টের ছাপা শাড়ি, ৬শ’ থেকে ১ হাজার টাকা দামে। চাহিদা রয়েছে কাঞ্জিবরন ১৫শ’ থেকে ২ হাজার টাকায়, তানাবানা ৩ হাজার থেকে সাড়ে তিন হাজার টাকায়, স্কাট ফোরাক সর্বনিম্ন ৩ হাজার থেকে ৫ হাজার টাকা, ওয়ান পিচ টু পিচ ফোরাক ১৫শ থেকে ২ হাজার টাকা, সারারা গারারা ২৫শ’ থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে, প্রতিটি গার্মেন্টসের দোকানে মেয়েদের পোশাক ফ্রক আইটেম যেমনি রয়েছে বেশি কাটতিও তেমনি বেশি, দেশীয় টাঙ্গাইল শাড়ি ৫শ থেকে ১২শ টাকা, সিল্ক ৮শ’ থেকে ১৫শ’ টাকা, পুরুষেরা পোশাকের ক্ষেত্রে আমানত শাহ্ লুঙ্গির চাহিদা রয়েছে বেশি সর্বোচ্চ সাড়ে ছয় হাজার টাকা সর্বনিম্ন ১৬’শ থেকে ১৭’শ টাকায় বিক্রি হচ্ছে, পাশাপাশি ক্রয় ক্ষমতার মধ্যে তালুকদার লুুঙ্গিও বিক্রি হচ্ছে ৬শ থেকে ৬৫০ টকায়। একইভাবে মেয়েদের পোষাকে আনারকলি ২ হাজার থেকে ২২’শ টাকায়। শিশুদের ক্ষেত্রে নায়রা পোশাকের চাহিদা রয়েছে বেশি, বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ’ টাকায়। পাঞ্জাবির চাহিদারও কমতি নেই।শেখসাদি, ভাংচুর পাঞ্জাবি ১৫ শ’ থেকে ২ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। ছেলেদের হাফ চিকুঞ্জি পাঞ্জাবি ১২ শ’ থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে, ফুটপাতের দোকানগুলোতে ও নিম্নআয়ের মানুষের রয়েছে ভিড়। মেয়েদের সুতির ফ্রক এখানে বিক্রি হচ্ছে, সর্বনিম্ন ৭শ’ টাকা থেকে সর্বোচ্চ ১৫শ’ টাকায়।

বিক্রেতা আইরিন গার্মেন্টস মালিক মনিরুল ইসলাম, রনি গার্মেন্টস মালিক নুরুজ্জামান শিকদার, মিনা গার্মেন্টসের শাহারিয়ার মিনা বলেন, ঈদের কেনাকাটা এবারে অনেকটা আগেই শুরু হয়েছে, চাহিদাও রয়েছে ব্যাপক, দামের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে গত বছরের চেয়ে প্রতিটি পোশাকে সামান্য ৫০ থেকে ১শ’ টাকা বৃদ্ধি পেয়েছে।

কাপড় বিক্রেতা দেবনাথ বস্ত্রালয়ের মালিক অসীম দেবনাথ বলেন, ঈদ উপলক্ষে এ বছরে এক সপ্তাহ পূর্ব থেকেই কেনাবেচা গার্মেন্টসের দোকানগুলোতে বেড়েছে তবে কাপড়ের দোকানে বিক্রয় হচ্ছে কম, দামের ক্ষেত্রে গতবারের চেয়ে তেমনটা বাড়েনি ।

এদিকে ফুটপাতের বিক্রেতা সিরাজমিয়া, হাবিব শেখ, সরোয়ান খান, রফিক হাওলাদার, রাজ্জাক হাওলাদার, নজুমিয়াসহ একাধিকদোকানদাররা বলেন,শিশুদের পোশাক তাদের দোকানগুলোতে বেশি চলছে, দামের ক্ষেত্রেও অপেক্ষাকৃত কমদামে পাচ্ছে, গার্মেন্টসের দোকান থেকে যে পোষাকটি ১ হাজার থেকে ১২শ’ টাকায় কিনছে একই পোশাক তাদের দোকান থেকে ৫ শ থেকে ৭শ টাকায় কিনতে পারছে ক্রেতারা।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাকিবুল হাসান বলেন, ইদুল ফিতর উপলক্ষ্যে দোকানগুলোতে ক্রয় বিক্রয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার্থে আইনশৃ্ধংখলা নিয়ন্ত্রনে সার্বক্ষণিক বাজার মনিটরিং এর জন্য ইউএনও মহোদয়ের নির্দেশনায় একটি আনসার টিম ও পুলিশের পক্ষ থেকে তিনটি পেট্রোল টিম বাজারে অবস্থান করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram