গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১ টায় হালদা নদীর পশ্চিম গহিরা এলাকায় নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত ৬০ কেজি পোনা অবমুক্ত করা হয়। এর পূর্বে, গত ২০ মার্চ ২৬৬ কেজি পোনা অবমুক্ত করা হয়। এ নিয়ে এক সপ্তাহে ৩২৬ কেজি রুই, কাতলা, মৃগেল, কালবাউশ জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজাদীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)'র প্রকল্প পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জামান, আইডিএফ'র নির্বাহী পরিচালক জহিরুল আলম, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমাসহ আরো অনেকেই।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজাদী বলেন, হালদা উৎসের পোনা ছাড়ার মাধ্যমে হালদা নদীতে প্রজননক্ষম মাছের মজুদ বাড়াতে পোনা অবমুক্ত করার কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।