রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন কায়েম করেছিল। তিনি বলেন, “এখন সময় এসেছে ফ্যাসিস্ট হাসিনার বিচারের, তার বিচার নিশ্চিত করা হবে।”
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সাতকানিয়ার একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাতকানিয়া প্রেসক্লাবের আহ্বায়ক শহীদুল ইসলাম বাবরের সভাপতিত্বে এবং দৈনিক কর্ণফুলীর সার্কুলেশন ম্যানেজার দিদারুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী আরও বলেন, “এখন আর রাজনীতি নয়, এখন দেশপ্রেমে বিভোর হয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমি হত্যা চাই না, বিবাদ চাই না, আসুন সাতকানিয়া-লোহাগাড়াকে এগিয়ে নিয়ে যাই।”
তিনি সবাইকে রমজানের শিক্ষা গ্রহণ করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলার আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম, সাতকানিয়া জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সাবেক আমীর ডা. নুরুল হক এবং লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী।
এছাড়া সাপ্তাহিক পূর্ব বাংলা সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, সহ-সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহজাদা মিনহাজ, দোহাজারী প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বাবলু, সেক্রেটারি আজগর আলী, দক্ষিণ চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সেক্রেটারি সাইফুল ইসলাম, সাতকানিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সহ সাতকানিয়া-লোহাগাড়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।