শামসুল হক ভূঁইয়া, গাজীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যম্যে ঘুরপাক খাচ্ছে গাজীপুর সিটি করপোরেশনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের একটি নোটিশ। যাতে লেখা রয়েছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে ঐদিন সুবিধাজনক সময়ে গাজীপুর সিটি করপোরেশন এলাকার মসজিদে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্বরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো। গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) নমিতা দে স্বাক্ষরিত ২০/০৩/২০২৫ এ নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।
ভাইরালের পর একই তারিখে অপর আরেকটি নোটিশে তিনি লিখেছেন সরকারি সিদ্ধান্ত মোতাবেক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যদায় পালনের অংশ হিসেবে ঐদিন সুবিধাজনক সময়ে, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্বরণে বিশেষ প্রার্থনা করার আহবান জানান।
গাজীপুর সিটি করপোরেশন এলাকার মন্দির, গীর্জা ও প্যাগোডায় গাজীপুরে টক অবদা টাউন। বিভিন্ন টাইমলাইনে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য লিখছেন। বায়োজিদ হোসাইন লিখেছেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। নমিতা দে অরিজিনাললি ফ্যাসিষ্টের দোসর, তার আচরণ বলে দেয় সে কোন মতাদর্শের। এমন মন্তব্য অহরহ রয়েছে।
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ দোয়া প্রার্থনা করে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষে কর্পোরেশনের সচিব নমিতা দে দুই ধরণের চিঠিতে স্বাক্ষর করেছেন।
সচিব নমিতা দে এর দাবি, প্রথম পত্রটি তাকে ব্ল্যাকমেইল করে অন্যান্য ফাইলের সাথে গোলমাল পাকিয়ে গত বছরের কম্পোজ করা একটি চিঠিতে স্বাক্ষর করিয়ে নিয়েছেন তারা অধীনস্থ এক কর্মচারী। এ ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন। কিন্তু কোন কাজ হলো না। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর! সাথে সাথে এ্যাকশন। ফেসবুক বন্ধুদের জন্য উল্লেখিত পত্র সমূহ সংযুক্ত করা হলো।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকতার্র সাথে যোগযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।