সোহেল তালুকদার, শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে 'হাওড়ের বুক চিড়ে রাস্তা নির্মাণ' শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত সেই সড়ক পরিদর্শন করেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (২২ মার্চ) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মাঠে স্থানী কৃষক ও জনতার সাথে মতবিনিময় করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় হাসনাবাদ হতে ডুংরিয়া পর্যন্ত সাংহাই হাওড়ের মধ্য দিয়ে সড়কটির নির্মাণ কাজ পরিদর্শন করেন তাঁরা।
পরিদর্শনে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক (পিডি) মুজিবুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন সহ স্থানীয় কৃষক জনতা।
উল্লেখ্য, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অথার্য়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পের আওতায় সাংহাই হাওড়ে এই সড়ক নিমার্ণ কাজ করছে ঢাকার জেবি ইনোভেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় চার কোটি টাকা। গত বছরের মার্চে এই হাওরে সড়কের কাজ শুরুর পরই পানি চলে আসায় কাজ বন্ধ হয়ে যায়। আবারও এক বছর পর মার্চের শুরুতেই হাওরে সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। গত ১৯ মার্চ 'হাওড়ের বুক চিড়ে নির্মাণ হচ্ছে সড়ক' এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে সরকার।