মো: এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ১০ ট্রাকে ২১০ মেট্রিকটন আলু নেপালে রপ্তানি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বন্দর দিয়ে নেপালের কাপড়ভিটায় পাঠানো হয় আলুর ট্রাকগুলো।
বন্দর সূত্রে জানা যায়, থিংকস টু সাপ্লাই, হোসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে আলু রপ্তানি করা হয়। আলুগুলো রংপুর বিভাগের ঠাকুরগাঁও, ভুল্লি, দিনাজপুরসহ বিভিন্ন এলাকার। প্রতি ট্রাকে ২১ টন আলু ছিল৷এ নিয়ে এ বন্দর দিয়ে জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত কয়েক দফায় মোট এক হাজার ৭৬৪ মেট্রিক টন আলু বাংলাদেশের পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে নেপালে রপ্তানি করা হয়েছে।
বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের ইস্পাত, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জল হোসেন বলেন, নেপালে ভারতের চেয়ে বাংলাদেশের আলুর প্রচুর চাহিদা রয়েছে। কয়েক দফায় এক হাজার ৭৬৪ মেট্রিকটন আলু নেপালে গেছে। এগুলো পরীক্ষা নিরীক্ষা করে পাঠানো হয়েছে। এভাবে প্রতিদিন আলু রপ্তানি করতে পারলে কৃষক অনেক উপকৃত হবে।