মো: এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন চা পাতা সংগ্রহ এবং সংগৃহীত চা পাতায় ফরেন পার্টিকেল এর উপস্থিতি পাওয়ায় মলি টি ফ্যাক্টরিতে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৯ মার্চ) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার সংলগ্ন মলি টি ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মলি টি ফ্যাক্টরির মালিক মখলেছার রহমানকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত আইনে ১ লক্ষ টাকা জরিমানাপূর্বক আদায় করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন। এছাড়াও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইমরানুজ্জামান এবং পঞ্চগড় সদর থানার পুলিশের একটি টিম সহ স্থানীয় কিছু গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, বুধবার বিকেলে মলি টি ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন চা পাতা সংগ্রহ এবং সংগৃহীত চা পাতায় ফরেন পার্টিকেল এর উপস্থিতি পাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আপনারা জানেন যে, জেলা প্রশাসন ও চা বোর্ড পঞ্চগড়ের চায়ের উন্নয়নের চা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। যারা সিদ্ধান্ত মানবে না, নিয়মনীতি মানবে না ও চাষিদের ন্যায্যমূল্য দেবে না তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।