চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চিলমারী থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড় কুষ্টারী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ হালিম বাদশা (৩৮), মোঃ রেজাউল করিম (২৮), মোঃ রায়হান মিয়া (২২) ও মোঃ মেহেদী হাসান চৌধুরী (৩৩)। তারা সকলে চিলমারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার গভীর রাতে উপজেলার বড় কুষ্টারী এলাকার দিয়া কমিউনিকেশনের সামনে থেকে ৫২ পিস ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ধৃত ৪ ব্যক্তিকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোশাহেদ খান বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।