গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের হাতাশপুর এলাকার একমাত্র খেলার মাঠ দখলে রেখে বছরের পর বছর ক্রীড়াপ্রেমীদের আনন্দ ও স্বপ্নে আঘাত হানছে সংশ্লিষ্ট ঠিকাদার। দীর্ঘ এক বছর ধরে মাঠজুড়ে রাখা হয়েছে রাস্তার কাজের নির্মাণ সামগ্রী।
স্থানীয়রা অভিযোগ করেছেন, রাস্তা নির্মাণের সামগ্রী সংরক্ষণের অজুহাতে ঠিকাদার মোঃ খায়রুল কবির রানা (গুপ্তপাড়া, রংপুর) প্রায় এক বছর ধরে মাঠটি ব্যবহার করছেন। ফলে এলাকার শিশু-কিশোর ও তরুণরা খেলাধুলার সুযোগ হারিয়ে হতাশার মধ্যে রয়েছে। যার ফলে শিশু-কিশোর ও তরুণ খেলোয়াড়দের জন্য খেলার কোনো সুযোগ নেই।
মাঠের তরুণ খেলোয়ার দূর্জয় জানান, এই মাঠটি ছিল এলাকার প্রাণ। প্রতিদিন শত শত তরুণ-কিশোররা এখানে ফুটবল, ক্রিকেট সহ নানা খেলাধুলায় মেতে উঠে। আমরা দীর্ঘ দেড় বছর থেকে খেলতে পারতেছিনা। কিন্তু এখন এটি এক প্রকার ঠিকাদারের মালামাল রাখার গুদামে পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবক নিশান বলেন, আমাদের এলাকার একমাত্র খেলার জায়গা ছিল এই মাঠ। এখন এখানে খেলতে পারি না, শুধু ঠিকাদারের মালামাল পড়ে আছে। বারবার অনুরোধ করা হলেও কেউ আমাদের কথা শুনছে না।
অন্যদিকে, এলাকার প্রবীণরা মনে করছেন, খেলাধুলার সুযোগ কমে যাওয়ায় তরুণরা বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছে। তারা দ্রুত মাঠটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বেতগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন মারুফ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে খেলাধুলার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা যায়।
এ বিষয়ে জানতে উপজেলা এলজিইডি প্রকৌশলী মজিদুল হক এর সাথে কথা হলে তিনি জানান, ঠিকাদারকে মাল সরানোর জন্য আজ বলেছি। দেড় বছর থেকে এ অবস্থা কেন জানতে চাইলে তিনি বক্তব্য এড়িয়ে যান।
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মাঠের খেলার পরিবেশ ফেরাতে।