এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে মো. ফাহিম খান (১০) নামের এক শিশু নিখোঁজ হয়ে ৩০ ঘন্টাও খোঁজ মেলেনি। স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে অভিযান অব্যাহত রেখেছেন।
ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুর ২টার দিকে উপজেলার পুটিখালী ইউনিয়নের শ্রেণীখালী গ্রামে। শ্রেণীখালীর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ৪ শিশু পানগুছি নদীতে গোসল করতে নামে। গোসলের সময় টগর নিয়ে সাঁতরাতে গেলে দুটি শিশু নদীর প্রবল স্রোতে ভেসে গেলে প্লটনে থাকা কর্মরত শ্রমিকেরা একজন শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও ফাহিম খানকে স্রোতে ভাসিয়ে নিয়ে যায়।
নিখোঁজ শিশুটি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের সোহাগ খানের ছেলে। শিশুটির নানা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আলী শেখের বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করত। নিখোঁজ ফাহিম খানকে উদ্ধারের জন্য ডুবুরি ও ফায়ার সার্ভিস কাজ করছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, শ্রেণীখালী আশ্রয়ণ প্রকল্পের সামনে পানগুছি নদীতে গোসল করতে গিয়ে মো. ফাহিম খান নিখোঁজ হয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিক তাদের একটি ডুবুরি নদীতে চল্লাশী চালিয়েছেন। ৩০ ঘন্টাও নিখোঁজ হওয়া শিশুটির সন্ধ্যান মেলেনি। তবে, তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে রবিবার রাত ৮টা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুর পিতা সোহাগ খান জানিয়েছেন, ফাহিম খানকে এখনো পাওয়া যায়নি। তার পরিবারের আত্মীয়-স্বজন ও স্থানীয় গ্রামবাসীরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে ট্রলার নিয়ে তল্লাশী করছেন। তার পরিবারে এক মেয়ে ও ২ ছেলের মধ্যে নিখোঁজ ফাহিম খান মেঝো ছেলে।