মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে দিন-দুপুরে প্রকাশ্যে এক বিকাশ ব্যবসায়ীর আড়াই লক্ষাধিক টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১২ মার্চ) উপজেলার চেংমারী ইউনিয়নের মোসলেম বাজারে বিকাশ এজেন্ট ব্যবসায়ী বাবুল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান বাবুল টেলিকমে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী বাবুল মিয়া ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার সকাল ৯ টার দিকে বিকাশ এজেন্ট ব্যবসায়ী বাবুল মিয়া নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। দোকান ঘরের তালা খোলার সময় দু'জন অজ্ঞাত ব্যক্তি এসে একজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় অপর ব্যক্তি মোবাইল ফোন রিচার্জ করার জন্য তার পাশে থেকে তাড়া করে। বিকাশ ব্যবসায়ী দোকান ঘরের তালা খোলার চেষ্টা করলে পূর্ব পরিকল্পিত ভাবে তালার ভিতরে সুপারগ্লু জাতীয় আঠা লাগানো থাকায় তালাটি স্বাভাবিক ভাবে খুলছিলনা। এসময় বিকাশ ব্যবসায়ী বাবুল মিয়ার হাতে থাকা কয়েকটি মোবাইল সেট সহ টাকার ব্যাগটি পাশের একটি বেঞ্চে রেখে তালাটি খোলার চেষ্টা করে। এ সুযোগে আড়াই লক্ষাধিক টাকাসহ ব্যাগে থাকা কয়েকটি মোবাইল নিয়ে মোটরসাইকেলে করে ফুলবাড়ী অভিমুখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ব্যবসায়ী বাবুল মিয়া।