গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আওয়ামী লীগ নেতার এমভিবি ব্রিকস ও এবিসি ব্রিকস অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সেগুলো গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১১ মার্চ) গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব ইটভাটা ভেঙে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি ও রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের জেলা কর্মকর্তা কমল কুমার বর্মন। তারা জানান, এমভিবি ব্রিকস ও এবিসি ব্রিকস দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে পরিচালিত হয়ে আসছিল। এসব ইটভাটা কৃষিজমি ধ্বংস করছে, আশপাশের এলাকায় ব্যাপক বায়ুদূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে।অভিযানের সময় ইটভাটাগুলোর চিমনি ভেঙে ফেলা হয় ।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন,"পরিবেশ ও কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। অনুমোদন ছাড়া পরিচালিত কোনো ইটভাটাকে ছাড় দেওয়া হবে না।"
এদিকে, রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের জেলা কর্মকর্তা কমল কুমার বর্মন জানান,অবৈধ ইটভাটাগুলো আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। যেসব ইটভাটা পরিবেশ অধিদপ্তরের বিধিনিষেধ না মেনে কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন,পরিবেশ অধিদফতরের অনুমোদন ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “অননুমোদিত এসব ইটভাটার ধোঁয়ায় আমরা শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছি। আমাদের ফসলও নষ্ট হচ্ছে। প্রশাসনের নিয়মিত অভিযান চললে আমরা উপকৃত হবো।”