অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কণ্যার উন্নয়ন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ সেন্টারে শনিবার দুপুওে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুসন এর সহযোগিতায় ও “ইক্যুইট্যাবল এ্যান্ড ইনক্লুসিভ হেলথ এ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর পারসন্স উইথ ডিজ্যাবিলিটি (ইআইএইচআরপিডি)” প্রকল্পের আওতায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এই আর্ন্তজাতিক নারী দিবস পালনের আয়োজন করে। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের (নারী এবং প্রতিবন্ধী মেয়েসহ) জন্য ন্যায়সঙ্গত এবং অর্ন্তভুক্তিমূলক স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা তৈরি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার রিক্তা খাতুন, সিআরপি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারি ড. ভ্যালেরি এন টেইলর, ৪ টি উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ওপিডি’র) প্রতিনিধিবৃন্দসহ সিআরপি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উনুষ্ঠানে সদর উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ওপিডি’র) সভাপতি এড. মাছুদুল হক নারী প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার আদায়ে তাদের সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। এছাড়াওবিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও কর্মক্ষেত্র প্রতিবন্ধী নারীদের কর্মপরিবেশ, প্রবেশগম্যতা, সরকারি প্রশিক্ষন নিয়ে আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক জনাব রহমতুল বারী। এছাড়াও সিআরপি মানিকগঞ্জ সেন্টারের থেরাপি কার্যক্রম, প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য বিনামুল্যে কারিগরি প্রশিক্ষনের বিষয়ে আলোচনা করেন সেন্টার ম্যানেজার (ভারপ্রাপ্ত) এবং ভিটিআই অধ্যক্ষ মো: মাহবুবুল ইসলাম।
সহকারি কমিশনার রিক্তা খাতুন বলেন, নারীদের জন্য আলাদা করে দিবস পালন করা উচিত নয়। নারীরা শোষিত বলেই আজ আলাদা করে দিবসের কথা বলতে হচ্ছে। প্রতিদিনই নারীদের অধিকার আদায়ে লড়ার জন্য তিনি আহবান জানান।
ড. ভ্যালেরি এন টেইলর তার বক্তব্যে মানিকগঞ্জ সেন্টারের জমিদাতাকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন কার্র্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সকলের সহযোগিতা ও সমৃদ্ধি কামনা করেন ।