ঢাকা
২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩১
logo
প্রকাশিত : মার্চ ৭, ২০২৫

ঘুমন্ত চালকের গাড়ি চাপায় শ্রমিক নিহত

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঘুমন্ত চালকের গাড়ি চাপায় এক সড়ক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২.৪০ মিনিটের দিকে ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম গণকখালী ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক আসলাম প্রমাণিক (৬০) নাটোর জেলার বড়াইগ্রাম থানার লাতুরিয়া গ্রামের মৃত শওকত প্রমাণিকের ছেলে বলে জানা যায়। সে সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জের অধীনে কুলিয়ারচর সড়কের সংস্কার কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কুলিয়ারচর উপজেলা দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম গণকখালি ব্রিজ সংলগ্ন স্থানে সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জের অধীনে সাইনবোর্ড বসিয়ে সড়ক সংস্কারের কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। এ সময় কিশোরগঞ্জ থেকে আসা ভৈরবগামী (ঢাকা মেট্রো-উ ১১-৩৫৯৪) একটি ক্রাউন সিমেন্টের গাড়ি ব্রিজের কাছে আসলে শ্রমিকরা গাড়িটিকে সিগনাল দেয়। এ সময় ড্রাইভার ঘুমিয়ে থাকায় সিগনাল দেখতে না পেয়ে গাড়িটি সাইনবোর্ডসহ নির্মাণ শ্রমিকের উপরে তুলে দেয় ড্রাইভার। এতে ঘটনাস্থলেই আসলাম প্রমাণিক নিহত হয়। এ ঘটনায় ড্রাইভারসহ ক্রাউন সিমেন্টের গাড়ি আটক করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

ভৈরব হাইওয়ে থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram