রাকিবুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজে দেশের সিংহ ভাগ চাহিদা পূরণ করে ফরিদপুর জেলা। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের সদরপুর উপজেলায় বাড়ছে পেঁয়াজের বীজ উৎপাদন। আবহওয়া অনুকূলে থাকায় এ বছর পেঁয়াজ বীজের বাম্পার ফলনের আশা করছে কৃষকরা।
উপজেলার বিভিন্ন অঞ্চলের বিস্তীর্ণ মাঠে দোল খাচ্ছে সাদা সাদা ফুল। এসব ফুলের মাঝেই লুকিয়ে রয়েছে ‘কালো সোনা’ খ্যাত পেঁয়াজের বীজ। আর এ কালো বীজেই রয়েছে চাষিদের সোনালি স্বপ্ন। গতবছর দাম ভালো ও লাভজনক হওয়ায় উপজেলার ৯টি ইউনিয়রে মধ্যে ৭টি ইউনিয়নে বাড়ছে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের চাষ।
উপজেলা ঢেউখালী ইউনিয়নে পশ্চিম চন্দ্রপাড়া গ্রামে পেয়াজ চাষী দেলোয়ার খালাসী বলেন, প্রতি বীঘা জমিতে পেঁয়াজ বীজ চাষ করতে খরচ হয় দেড় থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত এবং আবহাওয়া অনুকূল থাকলে প্রতি বিঘা জমি থেকে ৪ থেকে ৫ মন পেয়াজ বীজ উৎপাদন হবে। এ বছর দাম ভালো পেলে উৎপাদন খরচ পুষিয়ে লাভের মুখ দেখব।
এদিকে সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় জানান, উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর থেকে পেঁয়াজ বীজ চাষীদের মাঝে প্রনোদনার আওতায় বীজ সার ও কারিগরি প্রশিক্ষণসহ দেয়া হয়েছে সব ধরনের সহযোগিতা। তাই কৃষকরা গত বছর পেয়াজ বীজ ভালো দাম পাওয়া এ বছর বীজ চাষে আগ্রহ বেড়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে ৩শ ৮০ হেক্টের জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে যা গত বছরের তুলনায় এ বছর ৩০ হেক্টের বেশি।