নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ ৫ বছর বেদখল থাকার পর গেল ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় কার্যালয়ের জন্য কেনা জায়গা ফেরত পেয়ে দলীয় কার্যালয়ের জন্য প্রস্তুত করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ফিতা কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।
দীর্ঘ ৫ বছর পর জায়গা ফিরে পাওয়া ও প্রথম নিজস্ব জায়গায় অফিস পেয়ে নেতাকর্মীদের মাঝে খুশির আমেজ ছিল লক্ষনীয়।
নবাবগঞ্জ সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আমীর মোঃ নুরে আলম সিদ্দিকী জানান, জামায়াতে ইসলামীর রুকন ও সমর্থকদের দেয়া টাকা নিয়ে ২০১৩ সালে উপজেলার প্রফেসর পাড়া এলাকায় ১৬ শতক জমি ক্রয় করি, পরে ২০১৯ সালের জুন মাসের দিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের প্রভাবে জনৈক ব্যক্তি দখল করে নেয়। এরপর দীর্ঘদিন আদালতের দ্বারস্থ হয়েও সেই জমি উদ্ধার করা যায়নি। এরপর ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলদাররা নিজেরাই জমি রেখে পালিয়ে যায়। পরে সেখানে দলীয় কার্যালয়ের জন্য প্রস্তুত করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জামায়াতে ইসলামীর সুরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা শাখার সেক্রেটারি ডাঃ এনামুল হক, জেলা উপদেষ্টা নজরুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোঃ রেজাউল করিম ও নবাবগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি মোঃ সেলিম রেজা, জেলা দক্ষিণ ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল কাসেম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আঃ মান্নান, উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জাকির হোসেন, উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুর রহিম, বাজাফে এর উপজেলা সভাপতি মুশফিকুর রহমান প্রমুখ।