কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি’২৫) বিকাল ৪ টার সময় উপজেলা সদরের প্রাণকেন্দ্র দশমাইল আমতলা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ জুয়েল রানা, মোঃ নকিব আহম্মেদ, মীম আক্তার হিমু, মেহেদী হাসানসহ অন্যান্যরা।
বক্তরা অবিলম্বে সারাদেশে ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতা বন্ধে বর্তমান সরকারের প্রতি আহব্বান জানান।