চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মহানবী(সা:) কে অবমাননা ও কটূক্তির অভিযোগে শিক্ষক, কলামিষ্টি ও ট্রাস্টি নাহিদ হাসান নলেজকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী মুসলিম জনতা। মঙ্গলবার বাদ জোহর তৌহিদী মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারকে স্বারকলিপি প্রদান করা হয়। উপজেলার থানাহাট বাজার জামে মসজিদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবু সাঈদ, সহকারী অধ্যাপক হযরত আলী, থানাহাট বাজার মসজিদের ইমাম মুফিতি আ.ওয়াজেদ, মডেল মসজিদের ইমাম মামুনুর রশিদ, হাফেজ ইউসুফ আলী, মাওলানা আ.আজিজ আকন্দ, মাওলানা গোলাম মোস্তফা, সাব্বির আহম্মেদ প্রমুখ। বক্তারা শিক্ষক ও কলামিস্ট নাহিদ হাসান নলেজকে ইসলামের শত্রু আখ্যা দিয়ে তাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
উল্লেখ্য, অভিযুক্ত নাহিদ হাসান নলেজ চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা সরকারবাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি বর্তমানে উপজেলার চর শাখাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কলাম লিখেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের একজন ট্রাস্টি।
ফেসবুক দেয়া বিভিন্ন পোস্ট থেকে জানা যায়, ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান-এর একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট শেয়ার দিয়েছিলেন নাহিদ হাসান। ওই পোস্টে ইসলামী বক্তা ত্বহা আদনান লিখেছিলেন, ‘শাতিমে রাসুলের কোন ক্ষমা নেই! কোন তাওবা নেই। এটাই ৪ মাজহাবের ফতোয়া। উম্মাহর ইজমা! মান সাব্বা নাবিয়্যান ফাক্বতুলুউহ! যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে গালি দিবে তার একটাই শাস্তি! কতল! মৃত্যুদন্ড! অনতিবিলম্বে রাষ্ট্র কর্তৃক এই বিচার বাস্তবায়ন করতে হবে। আর এহেন জাহান্নামের কিট দেশের শিক্ষা ব্যবস্থার পদে বহাল থাকা তো দেশের জন্যই অভিশাপ! আর রাষ্ট্র যদি তার দ্বায়িত্ব পালন না করে (যেমনটা কখনোই করা হয়নি) তবে এসব কা'ব বিন আশরাফ ইবনে খাতাল, আবু রাফের জন্য এ যুগের মুহাম্মাদ বিন মাসলামা, আব্দুল্লাহ বিন আত্বিক, আলি হায়দার গণই যথেষ্ট হবে ইনশাআল্লাহ! এই বাংলায় কোন শাতিমের জন্ম দেয়াও আমরা হারাম করে ছাড়ব ইনশাআল্লাহ! আল্লাহু আকবার।’ত্বহার ওই পোস্টটির স্ক্রিন শর্ট শেয়ার করে নাহিদ হাসান তার ক্যাপশনে লেখেন 'কওমী জননী ডাকা কুলাঙ্গাররা হত্যার হুমকি দিয়েই চলছে। এদের গ্রেপ্তার করা হবে না?'এর আগে রোববার সন্ধায় চিলমারী মডেল থানায় গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত নাহিদ হাসান নলেজের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান জানান, নাহিদ হাসান নলেজের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আসামিকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।