এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: চাঁদাবাজি ও হত্যা মামলায় তালা উপজেলার খলিলনগর ইউপি চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে সাতক্ষীরা ডিবি কার্যালয় নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।