ঢাকা
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৮:০১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৫

সেই ভোল মাছ প্রতি কেজি ১৭ শত টাকায় বিক্রি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফনদীর মোহনায় ধরা পড়া সেই ১৯৫ কেজি ওজনের ভোল মাছটি প্রতি কেজি ১৭ শত টাকায় বিক্রি হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নয়টার দিকে টেকনাফ পৌরসভার উপরের বাজারে মাছটি কেটে বিক্রি শুরু করা হয়। যা মাত্র দুই ঘন্টায় বিক্রি শেষ হয়েছে। অনেক ক্রেতা ইচ্ছা থাকার পরও মাছটি ক্রয় করতে পারেননি। আর মাছটি দেখার এবং ক্রয় করার জন্য উৎসুক জনতার ভিড় ছিল।

জানা গেছে, ভ্যান গাড়িতে করে মাছটি বাজারে আনা হয়। চারজন শ্রমিক মাছটি কেটে টুকরা টুকরা করে। ক্রেতারা সাধ্যমত দুই, তিন, পাঁচ, দশ ও বিশ কেজি পর্যন্ত কিনে নিয়ে যায়। প্রতি কেজি বিক্রি করা হয়েছে ১ হাজার ৭০০ টাকায়। তবে আগের দিন মাইকিং করা হয়েছিল মাছের কেজি ১ হাজার ৬০০ টাকা।

মাছ ক্রেতা শহিদুল ইসলাম বলেন, ১ হাজার ৭০০ টাকা দরে ১০ কেজি মাছ কিনেছি। দাম একটু বেশি হলেও পরিবারে ও আত্মীয় স্বজনের বাড়িতেও মাছ পাঠাব। তবে গতকালকে মাইকিং করা হয়েছিল প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা বিক্রয় করা হবে। এক শত টাকা অতিরিক্ত নিয়েছে।

তিনি আক্ষেপ করে বলেন, মাছ না পেয়েও অনেকেই হতাশ হয়ে ফিরে গেছে। তবে বিক্রেতা ১ কেজি ও ২ কেজি ওজনের কাটা মাছ বিক্রি করেননি। মাইকিং করে দাম হাঁকানো হয়েছিল ১৬০০ টাকায় কিন্তু বিক্রি করা হয়েছে ১৭০০ টাকায়। বাজার নিয়ন্ত্রণ না থাকায় ভোক্তাদের জিম্মি করে এভাবে বিক্রি করা হয়েছে।

মাছ বিক্রেতা জাফর আলম বলেন, বিশাল বড় আকারের মাছটি কেটে বিক্রয় করতে গিয়ে তেমন লাভ হয়নি। পাকনা ও রক্ত চলে যাওয়ায় ওজন কমপক্ষে ২৫ কেজি কম হয়েছে। ব্যবসার জন্য মাছটি কিনে কেটে বাজারে বিক্রি করা হয়েছে। পরিবহনসহ নানা ধরনের খরচ বাদ দিয়ে সামান্য কিছু টাকা লাভ হতে পারে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, ভোক্তাদের হয়রানির অভিযোগ পাওয়া গেলে তৎকালীন ব্যবস্থা নেওয়া হতো। তবে বিশাল একটি মাছ কেটে বিক্রি করেছে সেটা শুনেছি। এই মাছ কেনার জন্য প্রচুর লোকজনের সমাগম হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপ নাফ নদীর গোলারচর এলাকায় এ মাছ ধরা পড়েছে। শাহপরীর দ্বীপ কোনারপাড়ার স্থানীয় বাসিন্দা ফয়েজ আহমদের ছেলে মোহাম্মদ কালু ফকিরের মালিকানাধীন টানা জালে ভোল মাছটি ধরা পড়েছিল।

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া মৎস্যঘাটে এনে মাছটির দাম হাঁকানো হয়েছিল সাড়ে তিন লাখ টাকা। পরে টেকনাফ জালিয়াপাড়ার মাছ ব্যবসায়ী জাফর আলম ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি মাছটি টেকনাফ পৌর এলাকায় কেটে বিক্রি করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram