কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় উপদেষ্টার গাড়িবহর রামু রাংকুট বনাশ্রম বিহারে পৌঁছালে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিহারের পরিচালক জ্যোতিসেন মহাথেরসহ স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্টজনরা।
পরে উপদেষ্টা রাংকুট বৌদ্ধ বিহার, রাংকুট পদ্মবীনা জুলন্ত সেতু, মীরাক্কেল গার্ডেন সহ বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন। বিহারের ধর্মীয় গুরুসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় বিহারের প্রয়োজনীয় নানা বিষয়ে আলোচনা করেন তিনি।
এসময় উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, রামু থানার ওসি তদন্ত শেখ ফরিদ, কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল খালেক নিজামী, রামু প্রবাসী কল্যাণ সংস্থা মক্কা রামু শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস. মোহাম্মদ হোসেন ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিস নাঈম উপস্থিত ছিলেন।